ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিলো ঢামেক বার্ন ইউনিটের আইসিইউ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিলো ঢামেক বার্ন ইউনিটের আইসিইউ

ঢাকা: প্রায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)।  

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সোয়া চারটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত কারিগরি গোলযোগের কারণে বিদ্যুৎহীন থাকে আইসিইউ।



৯ জানুয়ারি রাজধানীর মগবাজার এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় শরীরের শতকরা ৩০ শতাংশ দগ্ধ হয় আবুল কালাম (২৮) নামের এক গাড়ি চালকের।

তার ভাই আবু তাহের বাংলানিউজকে জানান, আমাদের তিন ভাইয়ের মধ্যে কালামই সবচেয়ে ছোট। বার্ন ইউনিটে আসার পরে অনেকের মুখে শুনেছি পোড়া রোগী সহজে বাঁচে না। এরপর থেকেই ভয়ে ভয়ে আছি। এ অবস্থায় দেড় ঘণ্টা যাব‍ত আইসিইউতে বিদ্যুৎ নেই। অপেক্ষা করছি কখন বিদ্যুৎ আসবে।

অন্য রোগীর স্বজনরাও তাদের শঙ্কার কথা জানান বাংলানিউজের সঙ্গে আলাপকালে।

ঢামেক আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক শাহ আলম ভূঁইয়া মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম না। আমাদের লোকজন জানাতে দেরি করেছে। ওরা ভেবেছিল বিদ্যুৎ চলে গেছে। আধা ঘণ্টা পরে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি বার্ন ইউনিট প্রধান ডা. আবুল কালাম এবং হাসপাতাল পরিচালক ব্রি. জেনারেল মোস্তাফিজুর রহমানকে বিষয়টি জানাই। তখন তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন। মিস্ত্রি জানায় বৈদ্যুতিক গোলযোগের কারণেই এ ঘটনা ঘটেছিলো।

তবে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা নেওয়ায় রোগীদের কোনো অসুবিধা হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।