ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় গুলি ও ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
শার্শায় গুলি ও ইয়াবাসহ আটক ৩ ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় তাজা গুলি ও ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।  
 
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।

 
 
আটকরা হলেন- উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের সুরুজ মিয়ার ছেলে লিটন (৩২), সামটা গ্রামের দাউদ হোসেনের ছেলে জাহিদ হাসান শিমুল (৩৮) ও শ্যামলাগাছী গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাজু (২৫)।
 
তাদের মধ্যে লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিমুল ও রাজুকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে লিটন, শিমুল ও রাজুকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে লিটনের কাছ থেকে বন্দুকের একটি তাজা গুলি ও অপর দুই যুবকের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হবে। আটক শিমুল ও রাজুকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তাদের ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়।
 
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।