ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এবার ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
এবার ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ

ঢাকা: দেশে চলমান হরতাল-অবরোধে রাজনৈতিক অস্থিরতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় এবার উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সহিংসতা বন্ধ এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সব পক্ষকে সংলাপে বসার আহবানও জানিয়েছে ইইউ।



এর আগে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ‍‌উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র ও  যুক্তরাজ্য।

ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষা‍ৎ করেন।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ ইইউ কার্যালয় উদ্বেগের বিষয়টি জানায়।

এতে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা দেশের বর্তমান পরিস্থিতি, মানুষ হত্যা ও সম্পদের ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব রিয়াজ রহমানের ওপর হামলা এবং রংপুরে বাসে হামলার ঘটনায় নিন্দা জানান তারা।

গণতন্ত্রের ক্ষেত্র ‘সংকুচিত’ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূতরা বলেন, বাক স্বাধীনতা, সমাবেশ ও আন্দোলনের পথ বন্ধ করা উচিত নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতা বন্ধ এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সব পক্ষকে সংলাপে বসার আহবান জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূতরা।

‍বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।