ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশি বাধায় ফিরে গেলেন দিনমজুর-শ্রমজীবী জনতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
পুলিশি বাধায় ফিরে গেলেন দিনমজুর-শ্রমজীবী জনতা ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৫-২০ মিনিট অবস্থানের পর পুলিশের বাধার মুখে গুলশান-২ নম্বর গোল চত্বর থেকে ফিরে গেছেন দিনমজুর-শ্রমিক জনতা। তবে এতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে দিনমজুর-শ্রমজীবী জনতা ব্যানারে একটি সংগঠন হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ে বের হয়।

বেলা সোয়া ১১টার দিকে মিছিলটি গুলশান-২ নম্বর গোলচত্বরে পৌঁছলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় তারা সড়কে বসে পড়েন ও বিভিন্ন শ্লোগান দেন।

এর মধ্যে রয়েছে- শ্রমিকের পেটে লাথি মেরোনা, দিনমজুরকে মোরোনা, বাঁচতে দাও, মৃত্যুর ‍নাম গণতন্ত্র নয়, পেট্রোল বোমার গণতন্ত্র চাই না; ভাত দে, কাপড় দে, অবরোধ তুলে নে ইত্যাদি। এ সময় তাদের হাতে কোদাল-খুন্তি-কাঁচি দেখা যায়।

গুলশান-২ নম্বর মাঠ থেকে শুরু হওয়া মিছিলটিতে সহস্রাধিক শ্রমিক ছিলেন বলে ঘটনাস্থল থেকে জানান বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট সাব্বির আহমেদ।

তিনি জানান, ১৫-২০টি ভ্যানসহ দিনমজুর-শ্রমজীবী জনতা ব্যানারে একটি সংগঠন হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ে বের হয়। মিছিলটি গুলশান-২ নম্বরে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় তারা সড়কে বসে পড়ে বিভিন্ন শ্লোগান দেন। সেখানে ১৫-২০ মিনিটি অবস্থানের পর তারা চলে যান।

দিনমজুররা জানান, পেটের দায়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা হরতাল-অবরোধ চাই না। ১১ দিন ধরে কোনো কাজ পাচ্ছি না। আমরা কিভাবে চলবো। আমাদের পেটে লাথি মেরে কার লাভ? আমরা খেটে খাওয়া মানুষ। কাজ চাই, খাবার চাই।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

** পুলিশি বাধায় রাস্তায় বসে পড়লো দিনমজুর-শ্রমজীবী জনতা
** খালেদার কার্যালয় ঘেরাওয়ে আসছে দিনমজুর-শ্রমজীবী জনতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।