ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে পেট্রোল বোমায় দগ্ধ চালকের ‍মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
মগবাজারে পেট্রোল বোমায় দগ্ধ চালকের ‍মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: চলতি মাসের ৯ জানুয়ারি মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ প্রাইভেটকার চালক আবুল কালাম (২৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়।



নিহতের বাবার নাম (মৃত) আব্দুল হক হাওলাদার। বাড়ি বরিশালের আগৈলঝড়া থানার রাংতা গ্রামে।

নিহতের ভাই আবু তালেব বাংলানিউজকে জানান, ওইদিন রাত ১১টার দিকে মগবাজারে গাড়ি থেকে নামার সময় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয় কালাম। চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে দুপুরে মারা যায় সে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ প্রধান শাহ আলম ভূইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নাশকতায় দগ্ধদের ঢামেক হাসপাতালে দেখতে যান পুলিশের নববিযুক্ত আইজি এ কে এম শহিদুল হক। এ সময় বার্ন ইউনিটে দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজি জানান, এর আগে তিনজন মারা গেছেন। আজ একজন মারা গেলেন। আমি এখানে সহমর্মিতা জানাতে এসেছি। দগ্ধদের অবস্থা ভয়াবহ। চিকিৎসকরা তাদের চেষ্টা অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীও দগ্ধদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজি জানান, নাশকতার সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান চলছে। এ অভিযান জোরদার করা হয়েছে। এসব কাজে নিয়োজিতদের খুঁজে তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।