ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাস পাহারা দিতে গিয়ে বাসেই পুড়ে ছাই!

এ কে এম রিপন আনসারী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বাস পাহারা দিতে গিয়ে বাসেই পুড়ে ছাই!

গাজীপুর: তোফাজ্জল হোসেন (১৭)। বয়সে এখনো কিশোর।

অভাবের সংসারের হাল ধরতে সুনামগঞ্জ থেকে গাজীপুরে এসেছিলেন বাসের হেলপারি করতে। কাজ শিখে হয়েছিলেন শিক্ষানবিশ চালকও। কিন্তু সংসারের অভাব দূর করতে গিয়ে নিজেই চলে গেলেন অনেক দূরে, না ফেরার দেশে।

সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাতে বাসের অধিক নিরাপত্তার স্বার্থে লক করে সিটেই ঘুমিয়ে ছিলেন তিনি।

রাত ৪টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিলে বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান তোফাজ্জল।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর বটতলা এলাকায় তালিমাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য মতে, বুধবার দিনগত রাত ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর বটতলা এলাকায় তালিমাবাদ ভূ-উপগ্রহ কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা একটি শ্রমিক পরিবহনকারী বাসে আগুন দেয় হরতাল ও অবরোধ সমর্থকরা। এ ঘটনায় বাসে ঘুমিয়ে থাকা হেলপার (শিক্ষানবিশ চালক) তোফাজ্জল হোসেন অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে উপজেলা চান্দুরা পল্লীবিদ্যুৎ এলাকার অ্যাপেক্স লেঞ্জারি লিমিটেড নামে পোশাক কারখানায় শ্রমিক পরিবহনকারী একটি বাস (ঢাকা-মেট্টো-জ-১১-০৩৫২) কালিয়াকৈর থানা থেকে মাত্র ৩/৪ শ’ মিটার দূরে বটতলা এলাকায় রাখা হয়। বাসটিতে পাহারাদার হিসেবে ওই বাসের শিক্ষানবিশ চালক তোফাজ্জল ঘুমান। ৪টার দিকে পিকেটাররা বাসটিতে আগুন দেয়।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে বাসটির বেশিরভাগ পুড়ে যায়। বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় তোফাজ্জলকে। দগ্ধ অবস্থায় তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। সকাল সাড়ে ৭টায় গাজীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়। বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, খুনিদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।