ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি, মামলা করবে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি, মামলা করবে দুদক

ঢাকা: ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে সরকারি চাকরি নেওয়ার অভিযোগে মনিরুজ্জামান নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার (এ‌আরও) বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



দুদকের উপ-পরিচালক (দুদক) প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা কর অঞ্চলের (পশ্চিমের) সহকারী রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান (শুল্ক, আবগারি ও ভ্যাট) তার বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে বিশেষ কোটায় চাকরি নিয়েছেন।

প্রতারণা করে সরকারি চাকরি নেওয়ায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারায় মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।  

দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপ পরিচালক এসএম গোলাম মাওলা সিদ্দিকী বাদী হয়ে শিগগির মামলাটি করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।