ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রিকশা-ভ্যানওয়ালাদের নিয়ে কেউ বিবৃতি দেন না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
রিকশা-ভ্যানওয়ালাদের নিয়ে কেউ বিবৃতি দেন না ড. মিজানুর রহমান

ঢাকা: হরতাল-অবরোধে অগ্নিদগ্ধ রিকশাওয়ালা-ভ্যানওয়ালাদের নিয়ে কেউ বিবৃতি দেন না বা কেউ তাদের দেখতে যান না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধে অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।



মিজানুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ হলে তাকে অনেকেই দেখতে গিয়েছেন বা দলের নেতারা তাকে নিয়ে বিবৃতি দিয়েছেন। কিন্তু রোজ যে রিকশাওয়ালা-ভ্যানওয়ালাসহ সাধারণ মানুষ অগিদগ্ধ হচ্ছেন, তাদের কেউ দেখতে যান না বা তাদের নিয়ে বিবৃতি দেন না।

বার্ন ইউনিট পরিদর্শন শেষে তিনি বলেন, চারিদিকে যা দেখছি, বার্ন ইউনিটে যা দেখলাম, এরপর স্বাভাবিক থাকা কষ্টকর। রাজনীতির নামে কখনো সন্ত্রাস, সহিংসতা ও মানুষ পুড়িয়ে মারা কোনো সভ্যতা বা রাষ্ট্র গ্রহণ করেনি।  

তিনি বলেন, যেকোনো ধরনের সহিংসতা-পাশবিকতা পরিত্যাজ্য ও নিন্দনীয়। জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই।

এসময় তিনি সব ধরনের সহিংসতা ও পাশবিকতার উৎসাহ, আহ্বান বা উসকানীদাতাদের শাস্তির দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।