ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় পর্বের ইজতেমায় আরো কঠোর নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
দ্বিতীয় পর্বের ইজতেমায় আরো কঠোর নিরাপত্তা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় বিএনপি-জামায়াত জোটের নাশকতার অশঙ্কায় সরকার নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় আগারগাঁও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ কার্যালয়ে ‘সহিংসতা ও সন্ত্রাস প্রতিরোধে ইসলাম: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।



স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের কাছে গোয়েন্দা তথ্য ছিল, বিএনপি- জামায়াত নাশকতা চালাতে বিশ্ব ইজতেমাকে ব্যবহার করতে পারে। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা ব্যর্থ হয়েছে। তাই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও কঠোর নজরদারি রাখবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তিনি বলেন, ২০ দলের ডাকা হরতাল–অবরোধে সাধারণ মানুষের কোনো সম্পৃক্ততা নেই। জনগণের সমর্থন নেই, তাই এ আন্দোলন টিকবে না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি-জামায়াত মুখে ইসলামের কথা বললেও প্রকৃতপক্ষে তারা কাজ করছে ইসলামের বিরুদ্ধে। কোন ইসলাম তাদের বলেছে গাড়িতে আগুন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করতে? এভাবে সহিংসতা চালিয়ে মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না।

এক শ্রেণির ধর্ম ব্যবসায়ী প্রকৃত ইসলাম থেকে বিচ্যুত হয়েছে। এই ইসলাম বিচ্যুত শ্রেণীটি ধর্মকে ধ্বংস করতে নানা পাঁয়তারায় লিপ্ত।

এদের রুখতে প্রকৃত ইসলামী চিন্তাবিদ, আলেম ও ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক শামীম মো. আবজাল, জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব প্রফেসর মাওলানা মো. সালাউদ্দিন প্রমুখ।

এদিকে, টঙ্গীর তুরাগ নদীর তীরে দ্বিতীর পর্বের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে শুক্রবার (১৬ জানুয়ারি)।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা,  জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।