ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সুনামগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: হরতালের সর্মথনে সুনামগঞ্জে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।



মিছিলটি শহরের ট্রাফিক পয়েন্টে যাওয়ার পথে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ডে এলে পুলিশ বাধা দেয়। এসময় সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেধে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।  

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হাই চৌধুরী বাংরানিউজকে জানান, একই সময়ে স্থানীয় ট্রাফিক পয়েন্টে যুবলীগ হরতাল বিরোধী সমাবেশে করছিল। তাই সংঘাত এড়াতে পুলিশ বিএনপিকে সেখানে যেতে দেয়নি।

অপরদিকে, জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুল গ্রুপের নেতাকর্মীরা সকালে হরতালের সমর্থনে একই এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।