ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হরতালেও সিলেট থেকে ছেড়েছে দূরপাল্লার বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
হরতালেও সিলেট থেকে ছেড়েছে দূরপাল্লার বাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সিলেট থেকে ছেড়ে গেছে দূরপাল্লার যানবাহন। অন্যসময় হরতালে আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল করলেও বন্ধ থাকে আন্ত‍ঃজেলা বাস চলাচল।



বৃহস্পতিবারের (১৫ জানুয়ারি) হরতালে এ ব্যতিক্রম অবস্থা লক্ষ্য করা গেছে।

যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর হলে প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণায় পরিবহন মালিকদের সাহস যুগিয়েছে। এজন্য বৃহস্পতিবারের হরতাল প্রত্যাখ্যান করে তারা সিলেট-ঢাকা মহাসড়কে যানবাহন চালিয়েছেন বলে জানা যায়।

এ বিষয়ে সিলেট আন্ত‍ঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক চেয়ারম্যান আবুল কালাম বাংলানিউজকে বলেন, যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগ হলে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর ঘোষণার পর আমরা (বাস মালিক সমিতি) হরতালে গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, হরতাল চলাকালে আঞ্চলিক সড়কগুলোতে যানবাহন চলাচল অব্যাহত ছিল। তবে অন্যান্য দিনের তুলনায় একটু কম লক্ষ্য করা গেছে।

এছাড়া সিডিউল বিপর্যয় থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।     

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।