ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপির আন্দোলনের সঙ্গে মানুষের সম্পৃক্ততা নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
বিএনপির আন্দোলনের সঙ্গে মানুষের সম্পৃক্ততা নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বিএনপিসহ ২০দলীয় জোটের ডাকা আন্দোলনের সঙ্গে জনমানুষের কোনো সম্পৃক্ততা নেই। তাদের এ আন্দোলন এখন নকশাল বাহিনী ও সর্বহারার আন্দোলনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মংলার শুন শিং এডিবল অয়েল লিমিটেডের উৎপাদিত ভিওলা সয়াবিন তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধনকালে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকারের ভিশন-২০২১ এর আওতায় ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য প্রয়োজন একটি সুস্থ্য সবল জনগোষ্ঠীর। উন্নত জাতি গঠনে সুস্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। সুস্থ সবল জনগোষ্ঠীর জন্য ভিটামিন ‘এ’ খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ঘাটতির কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাচ্ছে ও বুদ্ধিবৃত্তির বিকাশ ব্যাহত হচ্ছে।

এ বাস্তবতা বিবেচনায় রেখে শিল্প মন্ত্রণালয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং ইউনিসেফের সহায়তায় ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষকে ভোজ্য তেলের মাধ্যমে ভিটামিন সুবিধা দিতেই ভিওলা সয়াবিন তেল এ প্রথম তাদের তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করেছে।

দেশের সব ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ করার জন্য ইতিমধ্যে আইন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব তেল কোম্পানি এ আইন মেনে তাদের তেলে ভিটামিন ‘এ’ ব্যবহার করবে। এতে সব বয়সের মানুষেরই স্বাস্থ্যের সুরক্ষা হবে।

বিরাধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, কোনো মিছিল, মিটিং, জনসভা নেই শুধু অতর্কিত কিছু বাসের ওপর হামলা করে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এটাকে গণআন্দোলন, জনগণের ও মানুষের আন্দোলন বলা যায় না। এটা বিছিন্ন কতোগুলো ঘটনা, যা হত্যাকাণ্ড বলা যায়।

ভিওলা ভোজ্য তেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুন শিং এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী পাশা, শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া, যুগ্ম সচিব মোহাম্মদ লুৎফর রহমান তরফদার, গেইন বাংলাদেশ’র কান্ট্রি ডাইরেক্টর বসন্ত কুমার করসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-প্রতিনিধিরা।

মন্ত্রী পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। দুপুরের পর মন্ত্রী হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।

২০১২ সালের জুনে মংলা বন্দরের শিল্প এলাকায় প্রায় ১০ একর জমির উপর শুন শিং এডিবল অয়েল লি. ভোজ্য তেলের ফ্যাক্টরিটি স্থাপন করে। দেশেরর সর্ববৃহৎ এ রিফাইনারি প্লান্টে প্রতিদিন ১ হাজার মেট্রিকটন ভোজ্য তেল উৎপাদন করছে।

এছাড়া প্রতি ঘণ্টায় ৮ হাজার ৮শ’ লিটার বোতল ফিলিং করার ক্ষমতা রয়েছে এ প্রতিষ্ঠানটির।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।