ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযান

চাঁপাইনবাবগঞ্জ: ২০দলীয় জোটের ডাকা টানা অবরোধে সোনামসজিদ স্থলবন্দর থেকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাহারা থাকা সত্ত্বেও পণ্যবাহী ট্রাকে দফায় দফায় হামলার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে।
 
বৃহস্পতিবার (১৫) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী শিবগঞ্জের রসুলপুর এলাকায় অভিযান শুরু করে।



পরে তারা শাহবাজাপুর, শ্যামপুর, কানসাট ও মনাকষা এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহম্মদ বাংলানিউজকে জানান, সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

এদিকে আইন-শৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যতক্ষণ পর্যন্ত এ সব এলাকা সন্ত্রাস মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে অভিযান চলা বাড়িগুলোর নারীরা তাদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।