ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বাসের ধাক্কায় আহত যুবলীগকর্মীর মৃত্যু

আশুলিয়া থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
আশুলিয়ায় বাসের ধাক্কায় আহত যুবলীগকর্মীর মৃত্যু ছবি: প্রতীকী

আশুলিয়া(ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত যুবলীগকর্মী আবুল হোসেন(২৫) মারা গেছেন।

বৃহম্পতিবার(১৫ জানুয়ারি‘২০১৫) বিকেলে রাজধানীর ধানমন্ডির পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার মৃত্যু হয়।

আবুল হোসেনের বাড়ি আশুলিয়ার তৈয়বপুর গ্রামে।

নিহত আবুল হোসেনের বাবা সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার (১৪জানুয়ারি) রাত ১০টার দিকে আবুল হোসেন কাজ শেষ করে আশুলিয়া বাজার থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের জিরাবো বাসস্ট্যান্ডে পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়।

গুরতর আহত অবস্থায় তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আবুল হোসেন মারা যান।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।