ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
সিলেটে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ

সিলেট: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক শিশুর মৃত্যু এবং নিরাপত্তাকর্মীর হাতে ওই শিশুর স্বজনদের লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে।



ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় বুধবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে আট মাস বয়সী তাহলিমাকে হাসপাতালে ভর্তি করান জৈন্তাপুর উপজেলার লালারখাল গ্রামের এখলাছ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, হাসপাতালের ৫ম তলার ২২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর শয্যায় চিকিৎসাধীন ছিল তাহলিমা। কিন্তু সঠিক চিকিৎসা সেবা না পাওয়ায় শিশুটি মারা যায়।

এখলাছ মিয়া অভিযোগ করেন, ভর্তির পরে আমার মেয়ের অবস্থা খারাপ হওয়ার পরও ডাক্তার এবং নার্সদের খুঁজে পাওয়া যায়নি। ওয়ার্ডের ভেতরে ঢোকার জন্য কয়েক দফা অনুরোধ জানালে সিকিউরিটি গার্ড লাঞ্ছিত করে।

তিনি জানান, তাহলিমা মারা যাওয়ার পর তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়।

এ ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করেন এখলাছ।

এখলাছ মিয়ার ভায়রা হেলাল আহমদও একই অভিযোগ করে জানান, শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে বার বার তাগিদ দেওয়ার পরও দায়িত্ব পালনরত চিকিৎসক-নার্সরা রোগীর খোঁজ নিতে আসেননি। উপরোন্তু, রোগীর অবস্থা আশঙ্কজনক হওয়ার পর ওয়ার্ডে ঢুকতে না দিয়ে সিকিউরিটি গার্ড তাকে (চপেটাঘাত) লাঞ্ছিত করে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আব্দুস সালাম বলেন, ঘটনাটি তার জানা নেই। খোঁজ নিয়ে পরে তিনি জানাবেন।

এদিকে, বেলা আড়াইটার দিকে দাফনের জন্য তাহলিমার মরদেহ গ্রামের বাড়ি জৈন্তাপুর উপজেলার লালারখাল গ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তার স্বজনেরা।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।