ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তালায় শীতবস্ত্র বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
তালায় শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা(সাতক্ষীরা): সাতক্ষীরার তালা উপজেলায় ৩০ জন অতিদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বে-সরকারি সংস্থা ‘উত্তরণ’ প্রশিক্ষণ কেন্দ্রে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন।



বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরন-সিঁড়ি প্রকল্পের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ সংস্থার পরিচালক শহিদুল ইসলাম।

ইউকে এইডের সহায়তায় আরও উপস্থিত ছিলেন- উত্তরণ’র প্রশাসনিক কর্মকর্তা শম্ভূ চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার, সহকারী প্রকল্প সমন্বয়কারী অ্যাডভোকেট মুনীর উদ্দীন, আ. সবুর মলঙ্গী, মনিটরিং কর্মকর্তা সমরেশ হালদার, তালা উপজেলা যুবলীগের সভাপতি মীর জাকির হোসেন, তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।