ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্লেনের কার্গো হলে স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
প্লেনের কার্গো হলে স্বর্ণ উদ্ধারের ঘটনায় মামলা ছবি: ফাইল ফটো

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের কার্গো হল থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধারের ঘটনায় বাংলাদেশ বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মো. ইমরানুল ইসলাম ও মো. ওসমান গণি নামে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করা হয়।



শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক (এডি) উম্মে নাহিদা বাংলানিউজকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানের একটি উড়োজাহাজের কার্গো হল থেকে ওই ১৪ কেজি স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা ও শুল্ক বিভাগ।

জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (নম্বর-বিজি ০৪৮) বিকেল ৩টা ৫০ মিনিটে শাহজালালে অবতরণ করলে ওই প্লেনের কার্গো হলে অভিযান চালানো হয়। এক পর্যায়ে সেখানে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় ১২০টি সোনার বার জব্দ করা হয়। এসব বারের ওজন প্রায় ১৪ কেজি, মূল্যমান ১২শ’ কোটি টাকারও বেশি।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।