ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
গোয়ালন্দে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী (গোয়ালন্দ): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অসহায় দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী এসব কম্বল বিতরণ করেন।



কাজী কেরামত আলী তার ব্যক্তিগত তহবিল থেকে এক হাজার ২০০ কম্বল বিতরণ করেন।
 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।