ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-বরিশাল রুটে রাতে বাস চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ঢাকা-বরিশাল রুটে রাতে বাস চলাচল বন্ধ ছবি: ফাইল ফটো

বরিশাল: চলমান অনির্দিষ্টকালের অবরোধে সহিংসতা এড়াতে এবং সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ঢাকা-বরিশাল রুটে রাতের বেলায় বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকরা।

২০ দলীয় জোটের চলমান টানা অবরোধ ও হরতালের কারণে মহাসড়ক অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ইতিমধ্যেই এই রুটের বেশ কিছু যাত্রীবাহী বাস-ট্রাকে অগ্নিসংযোগ, ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ করে ক্ষতি সাধন করা হয়েছে।

এ পরিস্থিতিতে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বৃহস্পতিবার বরিশাল জেলা বাস মালিক-শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দের বৈঠক করেন জেলা পুলিশ সুপার একে এম এহেসানউল্ল্যাহ ও বিএমপির (বরিশাল মেট্রোপলিটন পুলিশ) ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান ।

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত বৈঠকে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ বরিশাল-ঢাকা-বরিশাল রুট ঝুঁকিপূর্ণ হওয়ার বিষয়ে তাদের মতামত প্রদান করেন। এ ছাড়াও ঐ বৈঠকে দিনে বাস চলাচল ও রাতে ট্রাক চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানান যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই সদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, আলোচনার এ সিদ্ধান্ত ঢাকায় কেন্দ্রীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত আসলেই শুক্রবার রাত থেকেই ঢাকা-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ রাখা হবে।

বাংলাদেশ সময় : ০৭২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।