ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চুরির অভিযোগে ধামরাইয়ে তরুণীকে পিটিয়ে হত্যা

ধামরাই থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
চুরির অভিযোগে ধামরাইয়ে তরুণীকে পিটিয়ে হত্যা

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই এর গোপীনাথপুরে মাত্র ৫‘শ টাকা চুরির অভিযোগে মোছা. রাজিয়া খাতুন (১৪) নামের এক তরুণীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।

বৃহস্পতিবার (১৫জানুয়ারি) বিকেলে ধামরাই এর গোপীনাথপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত তরুনী  গোপীনাথপুর গ্রামের মৃত রেজাউল করীমের মেয়ে।

নিহত তরুণীর নানী ফয়জুননেছা বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সকালে পাশের জমি ব্যবসায়ী ছাত্তার মিয়ার বাড়ীতে টেলিভিশন দেখতে যায় রাজিয়া। এ সময় ওই জমি ব্যবসায়ীর ঘর থেকে ৫’শ টাকা হারিয়ে গেছে বলে দুপুরে রাজিয়া খাতুনের নানীর কাছে টাকা চুরির অভিযোগ নিয়ে আসেন জমি ব্যবসায়ী ছাত্তার মিয়া। রাজিয়া টাকা চুরির বিষয়টি অস্বীকার করলে ওই ব্যবসায়ী তাকে পুলিশে দেওয়ার হুমকি দিয়ে রাজিয়ার নানীকে হুমকি দিয়ে চলে যায়। পরে বিকালে রাজিয়াকে বাড়ীতে একা পেয়ে জমি ব্যবসায়ী সাত্তার সহ কয়েক জন মিলে তাকে এলোপাথারিভাবে পেটায়।

এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় রাজিয়া। পরে আত্মহত্যার নাটক সাজাতে রাজিয়ার লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় ঘাতকরা। কিছুক্ষণ পরে বাড়ীতে এসে সিলিং ফ্যানের সাথে রাজিয়ার লাশ ঝুলতে দেখে ধামরাই থানা পুলিশে খবর দেন তার নানী। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

পাঁচ’শ টাকা চুরির অভিযোগে তরুণীকে হত্যা করে লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বাংলানিউজকে বলেন, নিহত তরুণীর গায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।