ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
লক্ষ্মীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জুয়েলারি ব্যবসায়ী শ্রীবাস দাস (৩৫) ও তার সহকারী সজীব চন্দ্র দাস (১৬) দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।



আহতদের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুইজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে সজীবের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে।

তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আহত সজীব কমলনগর উপজেলার করুনানগর এলাকার বাসিন্দা সঞ্জয় দাসের ছেলে ও শ্রীবাস দাস রায়পুর উপজেলার ক্যাম্পেরহাট এলাকার খোকন দাসের ছেলে।

বাজার ব্যবসায়ীরা জানান, দুপুরে কাজ করার সময় দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তারা দুইজন অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হন। এসময় দোকান ঘরে আগুন ছড়িয়ে পড়লে উপস্থিত লোকজন পানি ও বালু দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।