ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ী ফ্লাইওভারের আইল্যান্ড থেকে লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
যাত্রাবাড়ী ফ্লাইওভারের আইল্যান্ড থেকে লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের পশ্চিম পাশের আইল্যান্ড থেকে আব্দুর রহমান নামে (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় যাত্রাবাড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।



যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আব্দুর রহমান আইল্যান্ডের উপরেই ঘুমাতেন। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিডফোর্ড) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, লাশের নাক, মুখ ও গালে ভারি বস্তুর আঘাতে জখম হওয়ার চিহ্ন রয়েছে। ভারি কোনো বস্তুর আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।