ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইটনায় সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ইটনায় সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত আব্দুল কুদ্দুস (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাকুন্দিয়া উপজেলার মঠখলা এলাকায় তার মৃত্যু হয়।


 
নিহত আব্দুল কুদ্দুস ইটনা উপজেলার এলংজুরী ইউনিয়নের স্বল্পহাট কবিলা গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে।  
 
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আব্দুল কুদ্দুস এবং রাজা মিয়ার লোকজনের মধ্যে মাছ চাষের পুকুর ও জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।  
 
বৃহস্পতিবার বিকেলে আব্দুল কুদ্দুসের শ্বশুরবাড়ি মিঠামইন উপজেলার চাঁনপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাজা মিয়ার লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি।
 
পরে, পরিবারের লোকজন আব্দুল কুদ্দুসকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।  
 
ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পাকুন্দিয়া উপজেলার মঠখলা এলাকায় আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।