ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘যারা মানুষ পুড়িয়ে মারে, তারাও মানবতাবিরোধী’

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
‘যারা মানুষ পুড়িয়ে মারে, তারাও মানবতাবিরোধী’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যারা বাস, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে আগুন দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মারছে, তারাও মানবতাবিরোধী অপরাধী বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে মিছিল সহকারে ঢাকা মেডিকেল কলেজ হামপাতালের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় অগ্নিদগ্ধদের দেখতে যান তিনি।



হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় বার্ন ইউনিটের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. ইমরান এইচ সরকার।

সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। যারা বাসে, সিএনজিতে আগুন দিয়ে সাধারণ মানুষদের দগ্ধ করে, হত্যা করে তারাও মানবতাবিরোধী অপরাধী। তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রাজনীতির নামে বাসে আগুন দিয়ে সাধারণ মানুষদের দগ্ধ করা হচ্ছে বলেও মন্তব্য করেন ইমরান এইচ সরকার।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ১৬ জানুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।