ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দেবহাটায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
দেবহাটায় অস্ত্রসহ সন্ত্রাসী আটক ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় একনলা বন্দুক ও ফেনসিডিলসহ আশরাফুল ইসলাম নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) সদস্যরা।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নাংলা থেকে তাকে আটক করা হয়।

 
 
আটক আশরাফুল ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।  
 
সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা নাংলা গ্রামে আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।  
 
পরে, স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৪ বোতল ফেনসিডিল, একটি একনলা বন্দুক, রামদা ও ডাকাতির কাজে ব্যবহৃত কয়েকটি মুখোশ উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।