ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে বাসচাপায় নিহত ১, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
কক্সবাজারে বাসচাপায় নিহত ১, আহত ১

কক্সবাজার: কক্সবাজারে যাত্রীবাহী বাসের চাপায় সোনা মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
সোনা মিয়া উখিয়া উপজেলার ফলিয়াপাড়া এলাকার রশিদ আলমের ছেলে।
 
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।
 
এ ঘটনায় পুলিশ ঘাতক বাসের চালককে আটক করেছে। বাসটিও জব্দ করা হয়েছে।
 
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।