ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘নোয়াখাইল্লা’ ভাষায় ব্যতিক্রমী ফ্যামেলি ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
‘নোয়াখাইল্লা’ ভাষায় ব্যতিক্রমী ফ্যামেলি ডে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেরুল বাড্ডার সাতারুল প্রজাপতি গার্ডেন যেন নোয়াখালী পল্লী! একদিনের জন্য হলেও সবাই হারিয়ে গেছেন নোয়াখালীর স্মৃতিচারণায়।

শুক্রবার (১৬ জানুয়ারি) ঢাকাস্থ নোয়াখালী জার্নালিস্ট ফোরাম (এনজেএফ) আয়োজিত প্রথমবারের মতো ব্যতিক্রমী ফ্যামেলি ডে’তে ‘নোয়াখাইল্লা’ ভাষায় মেতে ওঠেন নবীন-প্রবীণ সাংবাদিকরা।



প্রথমবারের মতো দিনব্যাপী ফ্যামিলি ডে’তে মায়ের ভাষায় (নোয়াখাইল্লা ভাষা) স্মৃতিচারণের মাধ্যমে সাংবাদিকরা যেন হারিয়ে যান। নাচ, গান, হৈ-হুল্লোর আর বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে ফ্যামেলি ডে উদযাপন করা হয়।

ফ্যামেলি ডে’তে সাংবাদিক পরিবারের শিশুরদের দৌড় প্রতিযোগিতা, স্ত্রীদের পিলো-পাসসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।

এ সময় নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সাংবাদিক শাহাদাত হোসেন নিজামের উপস্থাপনা সবার নজর কাড়ে। সারাদিন আঞ্চলিক ভাষা ও পপ গানে মাতিয়ে রাখে ক্ষুদে গানরাজ মাসুদ কায়সার ইভান, সাজেদুল হাসান রাহিন ও নবীন শিল্পী জনি খান।

‘আঞ্চলিক গান অ্যাঁঙ্গো বাড়ি নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক ভাই’ গানটি তরুণ শিল্পী ও সাংবাদিক রায়হান কায়সার হাশেম শাওনের বিশেষ আয়োজন।

পিলো-পাস খেলায় সাংবাদিক রিপন আশরাফির স্ত্রী সালমা, রফিকুল ইসলামের স্ত্রী নাছিমা ও মেয়ে রিফাত জাহান দৌলা, দৌড় প্রতিযোগিতায় সুপ্ত, সানজিদা আক্তার ও নাজমুস সাকিব পুরস্কার লাভ করেন।

পুরুস্কার বিতরণ করেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ এবং ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী।
 
ফ্যামেলি ডেতে ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত নবীন-প্রবীণ সাংবাদিকরা স্মৃতিচারণ করেন।

সব শেষে নোয়াখালী জার্নালিস্ট ফোরামের (এনজেএফ) পরিচিতি সভা ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।