ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফুলপুরে ৩ দোকানে অগ্নিকাণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ফুলপুরে ৩ দোকানে অগ্নিকাণ্ড ছবি: প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা বাজারের তিন দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।



এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

জানা যায়, উপজেলার ধন্তা বাজারে ওবায়দুলের কীটনাশক ও মনোহারি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে দোকানটি মালামালসহ সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে পাশের কামরুল ও বাদশা মিয়ার দোকানের আংশিক ক্ষতি করে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ওবায়দুল জানান, এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফুলপুর উপজেলা চেয়ারম্যান আবুল বাসার আকন্দ ও তারাকান্দা উপজেলা চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার ঘটনাস্থল পরিদর্শন  করেন।

তবে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক জানান, ঘটনাটি আমার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।