ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোববার রাজশাহী যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
রোববার রাজশাহী যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আবদুল হামিদ

রাজশাহী: রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ রোববার রাজশাহী যাচ্ছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তি থেকে জানা যায়, হেলিকপ্টার যোগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ওই দিন ঢাকা থেকে রওয়ানা হয়ে রাজশাহী সেনানিবাস হেলিপ্যাডে অবতরণ করবেন। সেখান থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল উদ্বোধন করবেন।

পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ওই দিন বিকেলেই রাষ্ট্রপতি আবদুল হামিদের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।