ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তারেকের অবস্থান জানতে যুক্তরাজ্যকে চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
তারেকের অবস্থান জানতে যুক্তরাজ্যকে চিঠি তারেক রহমান

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।



পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী স্বাক্ষরিত এ চিঠি বৃহস্পতিবার লন্ডনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়েছে। সেখান থেকে চিঠিটি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে পৌঁছে দেওয়া হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হান্নান ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন এবং যত দ্রুত সম্ভব ওই চিঠি ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হবে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলানিউজকে আরও জানিয়েছেন, ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের কাছেও তারেক রহমানের অবস্থান সম্পর্কে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

তিনি জানান, সম্প্রতি হাইকোর্টের একটি আদেশে পররাষ্ট্র সচিবের কাছে তারেক রহমানের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রণালয় এই উদ্যোগ নিলো।

** তারেকের বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছেন হাইকোর্ট

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।