ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাসচাপায় প্রাণ গেল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বাসচাপায় প্রাণ গেল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রীর

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডায় বাসচাপায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক ছাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ জানয়ারি) রাত সাড়ে আটটার দিকে পুরাতন পুলিশ ফাঁড়ি রোডে (সুবাস্তুর আগে) এ দুর্ঘটনা ঘটে।



নিহত ছাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস মৌ (২০)। তিনি খুলনা জেলার তেরখাদা থানার ধানখালী গ্রামের সিকদার আবুল বাশারের মেয়ে এবং ইউনিভার্সিটির জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

ছাত্রীর সহপাঠী সৈয়দ সাজ্জাদুল রহমান জানান, তারা দু’জন বসুন্ধরা থেকে রিকশায় করে মেরুল বাড্ডায় যাচ্ছিলেন। উত্তর বাড্ডায় পৌঁছলে পেছন থেকে একটি গাড়ি তাদের বহনকারী রিকশাটিকে ধাক্কা দিলে তারা রিকশা থেকে পড়ে যান। এসময় একটি কাভার্ডভ্যান মৌকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় মৌকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রাত ৯টা ২০ মিনিটে দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহত মৌয়ের চাচাতো ভাই গুলশান থানা উপ-পরিদর্শক (এসআই) সিকদার মহিতুল আলম ঢামেকে এসে তার মৃতদেহ সনাক্ত করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।