ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে জাপা নেতার বহিষ্কার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
রাজশাহীতে জাপা নেতার বহিষ্কার দাবি

রাজশাহী: রাজশাহী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রিন্টুকে বহিষ্কারের দাবি করেছেন বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। শুক্রবার জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় নেতৃবৃন্দ এ দাবি জানান।

এ সময় শামসুদ্দিন রিন্টুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ, অনিয়ম ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

উপজেলার নেতাকর্মীরা তাদের বক্তব্যে রিন্টুকে কাজী জাফরের এজেন্ট বলে আখ্যায়িত করেন।

মহানগরীর লক্ষ্মীপুরস্থ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু। অন্যদের মধ্যে ছিলেন গোদাগাড়ী উপজেলার জাতীয় পার্টির সভাপতি এসএম বরজাহান আলী পিন্টু, মোহরপুরের সভাপতি আমিনুল হক, পবার ফরমান আলী, তানোরের সামসুদ্দিন, বাগমারার আবু তালেব, বাঘার মনোয়ারুল ইসলাম মামুন, পুঠিয়ার অধ্যক্ষ আনিসুর রহমান, চারঘাটের আজিবর রহমানসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

উপজেলার নেতাদের দাবি’র মুখে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের অভিযোগের কথা তিনি আগেও শুনেছেন। শাহাবুদ্দিন রিন্টুকে সর্তক করে দেয়া হয়েছে। পরে এ ধরনের কাজ আবার করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে ওই অভিযোগ রেজ্যুলেশনের মাধ্যেমে পাঠানো হবে।

সভায় চারঘাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক করা হয় সাইফুল ইসলাম রায়হান, যুগ্ম আহ্বয়ক করা হয় জাহাঙ্গীর আলম, নওশাদ আলীকে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।