ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইস্তাম্বুলের উদ্দেশে ডেপুটি স্পিকারের ঢাকা ত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
ইস্তাম্বুলের উদ্দেশে ডেপুটি স্পিকারের ঢাকা ত্যাগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওআইসি ভুক্ত দেশের সংসদীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দিতে ডেপুটি স্পিকারের নেতৃত্বে ৬ সদস্যর একটি প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রতিনিধি দল ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন।


 
প্রতিনিধি দলে রয়েছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বেগম রওশন আরা মান্নান, এ,কে,এম শাহ্জাহান কামাল, জাতীয় সংসদের  অতিরিক্ত সচিব সুলতান মাহামুদ ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. আবু আল হেলাল।                             
                                           
আগামি ১৭-২২ জানুয়ারি তুরস্কের ইস্তাম্বুলে 10th Session of the Parliamentary Union of OIC country (PUIC) Conference and Related Meetings) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।