ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতা রোধে হিলি রেলওয়ের ৫ পয়েন্টে আনসার

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
নাশকতা রোধে হিলি রেলওয়ের ৫ পয়েন্টে আনসার

হিলি(দিনাজপুর): নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে ও রেলপথে নাশকতা এড়াতে হিলি-রাজশাহী-পার্বতীপুর রুটের রেলপথের হিলির দক্ষিণপাড়া রেলপথ থেকে ডাঙ্গাপাড়া রেলপথ পর্যন্ত হাকিমপুর উপজেলাধীন ঝুঁকিপূর্ণ ৫টি পয়েন্টে কাজ করছে ৪০ জন আনসার সদস্য।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের মাঝে যেন নির্বিঘ্নে ট্রেন চলাচল করতে পারে সেজন্য বিশেষ সতর্কতা অবলম্বন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।



হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন বাংলানিউজকে জানান, হাকিমপুর উপজেলাধীন রেলপথের ৫টি পয়েন্ট দক্ষিণপাড়া, হিলি রেল স্টেশন, ধরন্দা, সাতকুড়ি, ডাঙ্গাপাড়া রেল স্টেশনে দুই শিফটে ৮ জন করে সর্বমোট ৪০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে।

ট্রেন যাতায়াতের সময় দু’স্টেশনের মাঝপথে বিভিন্ন স্থানে বাঁশি বাজিয়ে সতর্কতার সংকেত দিচ্ছে তারা। এছাড়াও দুর্বৃত্তরা যাতে রেলপথের স্লিপার বা ফিসপ্লেট খুলতে না পারে সেদিকেও নজর রাখছে তারা।

বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।