ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসের ধাক্কায় এনএসআই কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
রাজধানীতে বাসের ধাক্কায় এনএসআই কর্মকর্তা নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সিনিয়র ফিল্ড অফিসার আব্দুস সাত্তার (৫০) নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।



শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, প্রেস ক্লাবের সামনের সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী (৮ নম্বর) বাস তাকে সজোরে ধাক্কা দেয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গাড়ি ও চালককে আটক করা হয়েছে বলে জানান ওই এসআই।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫/আপডেটেড ১০৪২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।