ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
চান্দিনায় সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক নিহত

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক আলী আকবর (৪০) নিহত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন দোতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু, নারী ও অ্যাম্বুলেন্স সহকারীসহ ৫জন আহত হয়েছে।

নিহত আলী আকবর ঢাকার যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকার বাসিন্দা।

আহতরা হলেন, যাত্রাবাড়ী এলাকার নাজিম (৩৮), ফেনী মহিপাল এলাকার নূরুল করিম (৬০), তার মেয়ে মুক্তা (২৮), নাতি তাজমির (৪), নাতনি তাসপিয়া (৫)।

স্থানীয় সূত্রে জানাযায়, অ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রোগী নিয়ে ফেনী যায়। রোগী নামিয়ে আবার ফেনী থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টায় অ্যাম্বুলেন্সটি মহাসড়কের চান্দিনার দোতলা এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) তপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সর মুখোমুখি সংঘর্ষে আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা নেওয়া হয়েছে।

এর মধ্যে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর  অ্যাম্বুলেন্স চালক আলী আকবরকে মৃত ঘোষণা করেছে দায়িত্বরত চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।