ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর বেরিবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তার স্ত্রী খায়রুন আক্তার বাংলানিউজকে জানান, আমাকে নিয়ে আমার স্বামী আবদুর রশিদ শাহবাগের বারডেম হাসপাতালে যায়। সেখানে চিকিৎসা শেষে আমাদের মোহাম্মাদপুর নবীনগর হাউজিং রোড-৯ এর বাসায় ফিরছিলাম। এ সময় মোহাম্মাদপুর থেকে একটি লেগুনায় উঠি আমরা। ফেরার পথে বেরিবাঁধ এলাকায় লেগুনাটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আমার স্বামী রাস্তায় ছিটকে পড়েন এবং ভারী বস্তুর সঙ্গে আঘাত প্রাপ্ত হন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।