ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরব গেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সৌদি আরব গেলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: সৌদি আরব গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে আট সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে  সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।



সফরকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী সৌদি আরবের শ্রম মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, ক্রাউনপ্রিন্স, জেদ্দা-রিয়াদ-মদিনা ও দাম্মামের গভর্নরদের সঙ্গে পৃথক পৃথক দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।

বৈঠকে সৌদি আরবে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় হ্রাস, দক্ষতা উন্নয়ন এবং কর্মীদের অধিকার, কল্যাণ ও স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়াও সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. আবুল কালাম আজাদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. নাজমুল ইসলাম এবং মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহিম।

আগামী ২৪ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

সৌদি আরব বাংলাদেশের সর্ববৃহৎ শ্রম বাজার। বর্তমানে দেশেটিতে ২০ ল‍াখের বেশি বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।