ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিয়েই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
দায়িত্ব নিয়েই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন এস কে সিনহা

ঢাকা: দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের কিছুক্ষণ পরেই আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করলেন বিচারপতি এস কে সিনহা।
 
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান বেঞ্চ পুনর্গঠনের বিষয়টি শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাংলানিউজকে নিশ্চিত করেন।


 
আপিল বিভাগের এক নম্বর কোর্টের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি নিজেই। তার সঙ্গে এ বেঞ্চে থাকবেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি  হাসান ফয়েজ সিদ্দিকী।  
 
দুই নম্বর কোর্টের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিয়া। সঙ্গে থাকবেন বিচারপতি মুহাম্মদ ইমান আলী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
 
এর আগেও আপিল বিভাগের দু’টি বেঞ্চ ছিলো। এক নম্বর কোর্টের নেতৃত্বে ছিলেন সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। সঙ্গে ছিলেন বিচারপতি এসকে সিনহা, মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
 
আর তিন নম্বর কোর্টের নেতৃত্বে ছিলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মুহাম্মদ ইমান আলী।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

** প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এস কে সিনহা
** দেশের ২১তম প্রধান বিচারপতির শপথ শনিবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।