ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় রাস্তার পাশে মিললো যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
পুঠিয়ায় রাস্তার পাশে মিললো যুবকের লাশ ছবি: প্রতীকী

রাজশাহী: পুঠিয়া উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে জিউপাড়া ইউনিয়নের পান্নাপাড়া গ্রামের একটি রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।



পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার কর‍া হয়েছে। তবে নিহত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে। লাশের মুখেও বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।
 
লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবেও বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।