ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে পৃথক স্থানে ট্রাক চাপায় নিহত ২

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
সাভারে পৃথক স্থানে ট্রাক চাপায় নিহত ২

সাভার: সাভারে পৃথক ঘটনায় ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) এ দুটি ঘটনা ঘটে।

 

এরমধ্যে, সাভারের কলমা এলাকায় ট্রাক চাপায় বিউটি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে অন্তত দুই জন।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সাভারের কলমা বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের কলমা বাসস্ট্যান্ড চৌরাস্তায় রিকশাযোগে কলামা সড়ক থেকে মহাসড়কে উঠতে গেলে পেছনে থাকা দ্রুত গতির একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী বিউটি আক্তার নিহত হন। এ ঘটনায় রিকশাচালক ও দুই শিশু গুরুতর আহত হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাবেয়া ক্লিনিকে ভর্তি করে। এরমধ্যে, শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি দুর্ঘটনায় আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাস চাপায় মিজানুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবী টেক্সটাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।