ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দ হালদারের মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
গোবিন্দ হালদারের মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর শোক

ঢাকা: প্রখ্যাত সুরকার, গীতিকার গোবিন্দ হালদারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক শোক বার্তায় উদীচীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, গোবিন্দ হালদারের মৃত্যুতে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক গৌরবময় উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।



তারা বলেন, গত শতাব্দীর ষাটের দশকে যখন বাঙালি জাতি পাকিস্তানি শাসক ও শোষকদের নানা অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছিল, যখন সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নিজের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করতে প্রস্তুতি নেয় কোটি বাঙালি। এমন সময় গোবিন্দ হালদারের রচিত গানগুলো তাদের সেই লড়াইয়ে আরও বেশি প্রেরণা দিতে বিশেষ ভূমিকা রাখে।

মুক্তিযুদ্ধকালীন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার গোবিন্দ হালদার-এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিকে, শনিবার বেলা পৌনে ১১টার দিকে কলকাতার মানিকতলা জেএন রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোবিন্দ হালদার। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

গোবিন্দ হালদার একজন বাঙালি গীতিকার। মুক্তিযুদ্ধের সময় তার রচিত উল্লেখযোগ্য গানের মধ্যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, লেফট রাইট লেফট রাইট, হুঁশিয়ার হুঁশিয়ার, পদ্মা মেঘনা যমুনা, চলো বীর সৈনিক, হুঁশিয়ার, হুঁশিয়ার বাংলার মাটি অন্যতম।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।