ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জকিগঞ্জে উদ্ধার মরদেহটি ব্যবসায়ী ভুলন মিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
জকিগঞ্জে উদ্ধার মরদেহটি ব্যবসায়ী ভুলন মিয়ার

সিলেট: সিলেটে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয়ে মরদেহটি ব্যবসায়ী ভুলন মিয়ার (৫০) বলে জানা গেছে।

ভুলন মিয়‍া কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার চারগ্রামের মৃত মীর হোসেনের ছেলে।

তিনি নগরীর উপশহরে বসবাস করতেন। এখানে তার লেপ তুষকের ব্যবসা রয়েছে।

অজ্ঞাতপরিচয়ে মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ মর্গে এসে মহদেহটি ভুলন মিয়ার বলে সনাক্ত করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এব্যাপারে উপজেলার কাজলসার ইউপি সদস্য ইয়াছিন আলী অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ এই মামলার সূত্র ধরে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য নিখোঁজের তিনদিন পর শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা দেড়টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের নীলাম্বরপুর গ্রামের ডেওয়ারবন হাওর থেকে মরদেহটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।