ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে

সংসদ ভবন থেকে: বছরের শুরুর সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, দেশে নাশকত‍ামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনেও স্বস্তি ফিরেছে।
 
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে স্বাগত ভাষণে এ কথা বলেন তিনি।


 
রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক অস্থিরতায় আন্দোলনের নামে কতিপয় রাজনৈতিক দলের জ্বালাও-পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ ও খুন-জখমসহ ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের দক্ষ পরিচালনায় সারাবিশ্বে বাংলাদেশ আজ উদীয়মান অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
 
তিনি আরও বলেন, অর্থনীতির সকল সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের পাশাপাশি সরকার দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক উদ্যোগ ও সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে। গত মহাজোট সরকারের গৃহিত কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান সরকার তার লক্ষ্য পূরণের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
 
এ সময় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারের নেওয়া বিভিন্ন পারিকল্পনা এবং পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন রাষ্ট্রপতি।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

** বছরের প্রথম অধিবেশন, চলছে রাষ্ট্রপতির ভাষণ
** গোবিন্দ হালদারসহ ১৪ বিশিষ্ট ব্যক্তির নামে শোক প্রস্তাব
** বছরের প্রথম অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত
** বছরের প্রথম অধিবেশন বসছে বিকেলে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।