ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ১২শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
কালীগঞ্জে ১২শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে ১২শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-যশোরের শার্শা উপজেলার নাভারণ এলাকার জয়নাল আবেদীন ও যশোর শহরের বটতলা এলাকার মসিউর রহমান।

ঝিনাইদহ র‌্যাবের অধিনায়ক নিয়াজ মোহাম্মদ ফয়সাল বাংলানিউজকে জানান, ফেনসিডিল পাচারের খবর পেয়ে দুপুর ২টার দিকে বারোবাজার এলাকায় অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। এসময় সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১২শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিল ও পিকআপ ভ্যানসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মামলা দায়ের করে আটক দু’জনকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।