ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়ার আক্রোর হাতি বাংলাদেশে!

ঊর্মি মাহবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
অস্ট্রেলিয়ার আক্রোর হাতি বাংলাদেশে!

ঢাকা: অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে আক্রোর হাতি বেশ ঐতিহ্যবাহী। আর সেই হাতি এখন বাংলাদেশে!

আক্রোর হাতি দেখতে হলে দর্শনার্থীদের যেতে হবে ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার অস্ট্রেলিয়ান প্যাভিলিয়নে।

প্রথমবারের মতো বাণিজ্য মেলায় অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। এজন্য তারা সঙ্গে এনেছে তাদের ঐতিহ্যবাহী কিছু জিনিস। আক্রোর হাতি এর মধ্যেই একটি।

খালি চোখে দেখলে মনে হবে, মেটাল জাতীয় উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে হাতিগুলো। কিন্তু এ হাতি তৈরিতে কোনো মেটাল ব্যবহার করা হয়নি বলে জানান অস্ট্রেলিয়ান প্যাভিলিয়নের বিক্রেতা রেহান।

রেহান আক্রোর হাতি সম্পর্কে বাংলানিউজকে বলেন, আক্রোর হাতি সম্পূর্ণ মুলতানি মাটি দিয়ে তৈরি হয়েছে। তারপর তাতে রঙ দিয়ে ও পুড়িয়ে এমন করা হয়েছে যাতে দেখলেই তা মেটালের তৈরি মনে হয়।

হাতির পিঠে রয়েছে খোদাই করা নকশা, কপালে খচিত পাথর। যে কারো নজর কাড়তেই সক্ষম হচ্ছে হাতিটি।

কথায় আছে না, সখের তোলা আশি টাকা, তারই প্রমাণ যেন আক্রোর হাতি! হাতিপ্রতি ক্রেতাকে ২২ হাজার টাকা গুনতে হবে বলে জানা যায় রেহানের কাছ থেকে।

এছাড়াও অস্ট্রেলিয়ান প্যাভিলিয়নে কাশ্মীরী বিভিন্ন পণ্য এসেছে। এখানে আরও দেখা মিলবে বিচ চেয়ার, রয়াল চেয়ার, শো-পিস সাজানোর কর্নার, কারুকাজ করা টেবিলসহ অনেক কিছু।
 
বিচ চেয়ারের দাম পড়বে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। রয়্যাল চেয়ারের দামও বিচ চেয়ারের কাছাকাছি। শো-পিস রাখার কর্নারের দাম পড়বে ১৫ হাজার টাকা।

গত ০১ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৫’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের বাণিজ্য মেলায় বাংলাদেশ, অস্ট্রেলিয়া, বৃটেন, জার্মানিসহ মোট ১৫টি দেশ অংশ নিচ্ছে। মেলায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য মোট ৪৮টি প্যাভিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।