ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইছাখালী সীমান্তে বিজিবি ক্যাম্প স্থাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
ইছাখালী সীমান্তে বিজিবি ক্যাম্প স্থাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী ইছাখালী গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার সময় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন বিজিবির যশোর অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম।



এ সময় বিজিবির ৪৭ ব্যাটালিয়নের সিও কর্নেল জাভেদ সুলতান, ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আযাদ, অপারেশনাল অফিসার মেজর মোহাম্মদ মেহেদী হাসান, মেজর তারিক মাহমুদ সরকার, মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম বলেন, ইছাখালী গ্রামে নতুন বিজিবি ক্যাম্প স্থাপন হওয়ায় সীমান্তে মানবপাচার, চোরাচালানসহ নানা অপরাধ দমনে বিজিবি সদস্যরা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে।

 ১ দশমিক ১০ একর জমির ওপর ২০১৩ সালের ২৪ ডিসেম্বর ৬০ লাখ টাকা ব্যয়ে এ নতুন ক্যাম্প নির্মাণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।