ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিভিল সার্ভিস কমিশন প্রধানদের সম্মেলন শুরু ২২ জানুয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সিভিল সার্ভিস কমিশন প্রধানদের সম্মেলন শুরু ২২ জানুয়ারি

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে সার্কভ’ক্ত দেশসমূহের পাবলিক/সিভিল সার্ভিস কমিশন প্রধানদের চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আযোজনে আগামী ২২ জানুয়ারি ঢাকায় এই সম্মেলন শুরু হয়ে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত।



২২ জানুয়ারী সকাল ১১টায় হোটেল সোনারগাঁওয়ে সম্মেলনের উদ্ভোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ডায়ানা ইসলাম সিমা বাংলানিউজকে বলেন, সম্মেলনে সার্কভূক্ত দেশসমূহের পিএসসি/সিএসসি প্রধানগণ সমন্বয়ে গঠিত ডেলিগেশন অংশগ্রহণ করবেন।

সম্মেলনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগদানের জন্য উপযুক্ত ব্যক্তি মনোনয়নে সার্কভ’ক্ত দেশসমূহের অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যত কর্মপন্থা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।