ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডুয়েল গেজ রেলপথ

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডুয়েল গেজ রেলপথ ফাইল ফটো

ঢাকা: নগরীর যানজট নিরসনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ২১ দশমিক ৫৩ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করবে রেলপথ মন্ত্রণালয়। এ পথে দ্রুতগামী ট্রেন সার্ভিস চালু করা হবে।

যাতে করে ঢাকায় প্রতিদিনের কাজ শেষে দ্রুত ফিরে যেতে পারেন নারায়ণগঞ্জবাসী।

এই রেলপথের মাধ্যমে রাজধানীর যানজট অনেকটাই কমে আসবে বলেও জানায় রেলপথ মন্ত্রণালয় সূত্র।

‘ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটার গেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়েল রেললাইন নির্মাণ’ প্রকল্পের আওতায় নগরীর যানজট নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩৭৮ কোটি ৬৫ লাখ টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পটি মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপিত হবে। প্রকল্পটির মেয়াদকাল ধরা হয়েছে জুলাই ২০১৪ থেকে জুন ২০১৭ সাল নাগাদ।

প্রকল্পের আওতায় ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে মিটারগেজ লাইনের সমান্তরাল একটি ডুয়েল গেজ রেলপথে প্রধান লাইনের দৈর্ঘ্য ১৬ দশমিক ১০ কিলোমিটার এবং লুপ লাইনের দৈর্ঘ্য ৫ দশমিক ৪৩ কিলোমিটার। এর মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জে দ্রুত গতির যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন নিশ্চিন্তে চলাচল করবে।

এছাড়া একই রুটের যাত্রী ও পণ্যবাহী ক্যাপাসিটি বৃদ্ধি করা হবে। রাজধানী ঢাকার যানজট দূরকরণে এই প্রকল্প সহায়ক ভূমিকা রাখবে বলে রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এই প্রকল্পের আওতায় চার হাজার নয়’শ মেট্রিক টন ৬০ কেজি রেল সংগ্রহ করা হবে। ২ লাখ ৩০ হাজার ঘনমিটার মাটির কাজ করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় ৩১ হাজার ১৫০টি ডুয়েলগেজ পিসি স্লিপার সংগ্রহ করাসহ ৬৬৬ দশমিক ৫৯ ঘনমিটার কাঠের স্লিপার সংগ্রহ করা হবে।

পাঁচটি স্টেশন ভবন পুন‍ঃনির্মাণ, চারটি স্টেশনের সিগন্যালিং ব্যবস্থার মানোন্নয়ন, ১৮টি বক্স কালভার্ট ও দুটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, নগরীতে নিত্যনৈমেত্তিক কাজের জন্য নারায়ণগঞ্জের অনেক মানুষ রয়েছেন। প্রকল্পটি বাস্তবায়ন করা হলে সেই সব মানুষ দিনের কাজ দিনে সেরে ফিরে যাবেন নারায়ণগঞ্জে। এতে করে নগরীর যানজট অনেকাংশে কমে আসবে বলে ধারণা করছেন রেলপথ মন্ত্রণালয় সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮০৮ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।