ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক হয়রানি-নির্যাতনের ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সাংবাদিক হয়রানি-নির্যাতনের ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত হয়রানি ও নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

সোমব‍ার (১৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এ উদ্বেগ প্রকাশ করেন।

এছাড়া এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদও জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিকদের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও তাদের লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। গত ০৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ ধরনের ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহতও হয়েছেন।

বিজ্ঞপ্তিতে এ ধরনের ঘটনা প্রতিরোধ এবং সাংবাদিকদের নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন নিশ্চিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।